জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

29
জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৭২ সালের ৩১ অক্টোবর রাজধানীর পল্টন ময়দানে এক জনসভার মাধ্যমে দলটি প্রতিষ্ঠা লাভ করে। রাজনৈতিক দলটির সক্রিয় তিনটি অংশই দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করবে।

দেশ স্বাধীন হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রবল বিরোধিতা করেই জাসদের জন্ম। তাত্ত্বিক নেতা প্রয়াত সিরাজুল আলম খান ছিলেন জাসদ প্রতিষ্ঠার নেপথ্য নায়ক। গত ৫১ বছরে দলটি ভেঙে খণ্ড খণ্ড হয়েছে।

Pop Ads

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদের কর্মসূচির মধ্যে রয়েছে আজ ভোরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। সকালে শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আলোচনা সভা, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ জাসদ সকালে রাজধানীর তোপখানা রোডের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং বিকেল ৩টায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আলোচনা সভা করবে। জেএসডিও অনুরূপ কর্মসূচি পালন করবে।