জিম্বাবুয়েকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ করল স্বাগতিক পাকিস্তান

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ করল স্বাগতিক পাকিস্তান

সুপ্রভাত বগুড়া (খেলা-ধুলা): তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ করল স্বাগতিক পাকিস্তান। এদিন উসমান কাদিরের স্পিন ঘূর্ণিতে মাত্র ১২৯ রানে আটকে যায় সফরকারী জিম্বাবুয়ে।

জবাবে ৮ উইকেট বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। – ক্রিকইনফো এদিন টস জিতে আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। আগের দুই ম্যাচের এদিনও সুবিধা করতে পারেননি দলটি৷ চিবাবা ও ব্রেন্ডন টেলর মিলে ৩.৫ ওভারে দলীয় ২৬ রানে করলে প্রথম উইকেট হারায় দলটি।

Pop Ads

এরপর ৮ রানে টেলরকে ফিরান ইমাদ ওয়াসিম। এরপর একপাশ থেকে তার ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ২৮ বলে ৩১ রান। সেই সাথে অষ্টম উইকেটে ডোনাল্ড তিরিপানো ও ওয়েলিংটন মাসকাদজা ৩৩ রানের জুটি গড়েন। দ্বিতীয় সর্বোচ্চ ২২ বলে ২২ রান ২৮ রান করেন তিরিপানো।

মাসাকাদজার ব্যাট থেকে আসে ১১ রান। পাকিস্তানের পক্ষ ৪টি উইকেট শিকার করেন ২৭ বছর বয়সী লেগ স্পিনার উসমান কাদির। জবাবে ব্যাট করতে নেমে ২৪ বলে ২১ রানের ধীরগতির ইনিংস খেলে বিদায় নেন ফখর জামান।

এরপর ২০ বলে ২৭ রান তুলে দলকে জয়ের বন্দরে রেখে মিল্টন সুম্বার শিকার হন হায়দার। এছাড়া অভিষিক্ত আব্দুল্লাহ শফিক ৩৩ বলে ৪১ রান করেন। সেই সাথে খুশদিল খেলেন ১৫ বলে ৩৬ রানের এক টর্নেডো ইনিংসে জয় পায় দলটি।