জয়পুরহাট ড্যান্স ক্লাবের অন্তরালে রমরমা দেহ ব্যবসা !!

জয়পুরহাট ড্যান্স ক্লাবের অন্তরালে রমরমা দেহ ব্যবসা !! ছবি-রাসেল

সুপ্রভাত বগুড়া (এম রাসেল আহমেদ, জয়পুহোট প্রতিনিধি): জয়পুরহাট শহরে ড্যান্স গ্রুপের অন্তরালে ব্ল্যাকমেইল করে তরুণীদের দিয়ে দেহ ব্যবসায় বাধ্য করানোর অভিযোগে তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। শনিবার মধ্যরাতে শহরের প্রফেসরপাড়া মহল্লা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তিন তরুণীকেও উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- জয়পুরহাট পৌর শহরের তাঁতিপাড়া মহল্লার মেহেদি হাসানের স্ত্রী মিনু আক্তার, গুলশান মোড় মহল্লার আবদুল মজিদের ছেলে সুমন আহম্মেদ এবং তার স্ত্রী মৌসুমি আক্তার।

Pop Ads

র‍্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, দীর্ঘদিন থেকে তরুণীদের নিয়ে একটি ড্যান্স গ্রুপ তৈরি করেন তারা। এর অন্তরালে দেহ ব্যবসায় চালিয়ে আসছিলেন সুমনসহ প্রতারকচক্রের সদস্যরা।

ড্যান্স শেখানোর নামে তরুণীদের ভয়ভীতি দেখিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে দেহ ব্যবসায় বাধ্য করেন তারা। এমন তথ্যের ভিত্তিতে শহরের প্রফেসরপাড়ায় অভিযান চালিয়ে তিন তরুণীকে উদ্ধার, ৬টি ভিডিও ধারণের মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়।