ট্রেনের ধাক্কায়  প্রাইভেটকার ভেঙ্গে গেলেও ভেতরে সবাই অক্ষত

সুপ্রভাত বগুড়া (এম রাসেল আহমেদ জয়পুরহাট): চলন্ত ট্রেনের ধাক্কায় একটি ব্যক্তিগত গাড়ি  লন্ডভন্ড হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভেতরে থাকা গাড়ির চালক ও মালিক অক্ষত আছেন। জয়পুরহাট সদর উপজেলার তাজপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও জয়পুরহাট রেলস্টেশন সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদরের ওয়াপদাপাড়া এলাকার প্রকৌশলী রইচ উদ্দিন ব্যক্তিগত গাড়ি নিয়ে তাজপুর রেলগেট এলাকায় তাঁর মুরগির খামার দেখতে গিয়েছিলেন। সেখান থেকে তাঁর ব্যক্তিগত কারে চড়ে বাসায় ফিরছিলেন। নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলপুর গ্রামের আলতাফ হোসেন ছিলেন চালকের আসনে।

Pop Ads

তাজপুর রেলগেট এলাকায় মোড় ঘোরানোর সময় গাড়িটি রেললাইনের ওপর উঠে যায়। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর ট্রেনটি প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়।রইচ উদ্দিন বলেন, ‘আমি কারের ভেতরে ছিলাম। চালক আলতাফ হোসেন মোড় ঘোরানোর সময় কারটি রেললাইনের ওপর উঠে যায়। মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় কারটি লন্ডভন্ড হয়ে যায়।

আমাদের দুজনকে কারের ভেতর থেকে অক্ষত অবস্থায় বের হতে দেখে লোকজন অবাক হয়েছেন।’ চালক আলতাফ হোসেন বলেন, ‘ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারটি যেভাবে লন্ডভন্ড হয়েছে, তাতে আমাদের বেঁচে থাকার কথা নয়। আল্লাহ আমাদের হেফাজত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here