ঠাকুরগাঁওয়ে করোনাকে পরাজিত করে বাড়ি ফিরলেন ১৪ যোদ্ধা

সুপ্রভাত বগুড়া ( আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি): নোভেল করোনাভাইরাসকে (কোভিড-১৯) পরাজিত করে সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছেন ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলার ১৪ জন করোনা যোদ্ধা।

সোমবার জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা সুস্থ্যদের ফুলেল শুভেচ্ছা জানান। সুস্থ্যদের মধ্যে দুই নারী এক শিশুসহ ১১জন পুরুষ রয়েছেন। ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা: মাহ্ফুজার রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Pop Ads

সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে সুস্থ্য হওয়া ব্যক্তিদের দুইদফা নমুনা পরীক্ষা করা হলে তাদের রিপোর্ট নেগেটিভ আসে। আক্রান্তদের শরীরে আর কোন উপসর্গ না থাকায় স্বাস্থ্য বিভাগ ওই ১৪ জন ব্যক্তিকে সুস্থ্য হওয়ার ছাড়পত্র দে।

তবে তাদেরকে বাড়িতে থেকে ৭ দিনের হোমকোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়। ৭ দিন পর আবারও তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ২৪জন। এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৪জন। আইশোলেশনে আছে আরো ১০জন। সব মিলিয়ে এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ৮২১জন ব্যক্তির। নমুনার ফলাফল এসেছে ৭৫৪ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here