ঠাকুরগাঁওয়ে নারী ঐক্য উন্নয়ন সংঘের উদ্যোগে ৩ মাস মেয়াদী সেলাই প্রশিক্ষণ শুরু

ঠাকুরগাঁওয়ে নারী ঐক্য উন্নয়ন সংঘের উদ্যোগে ৩ মাস মেয়াদী সেলাই প্রশিক্ষণ শুরু । ছবি-আলমগীর
সুপ্রভাত বগুড়া (আলমগীর হোসন,ঠাকুরগাঁও): অবহেলিত নারীসমাজের উন্নয়নে কাজ করা স্বেচ্ছাসেবি সংগঠন নারী ঐক্য উন্নয়ন সংঘের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে ৩ মাস মেয়াদী সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাতটায় ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর ক্যাম্পপাড়ায় সংস্থার অস্থায়ী কার্যালয়ে এ সেলাই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অন্যতম সদস্য দেবাশীষ দত্ত সমীর।
এসময় অন্যদের মধ্যে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস, নারী ঐক্য উন্নয়ন সংঘের  সভাপতি দিপালী খালকো, পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কমিশনার বাবুল হোসেন, সাংবাদিক এন্টুনি ডেভিড নীল, সংগঠনের সাধারণ সম্পাদক বিনা তিগ্যা, কোষাধ্যক্ষ সাথী আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিন মাস মেয়াদী সেলাই প্রশিক্ষণে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ১৭ জন বেকার যুবতী ও অবহেলিত নারী এ প্রশিক্ষণে অংশ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here