ঢাকার ধামরাইয়ে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঢাকার ধামরাইয়ে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ। ছবি-মিজানুর

সুপ্রভাত বগুড়া (মিজানুর রহমান (ধামরাই) ঢাকা (প্রতিনিধি): ধামরাইয়ে ২০২০-২১ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক দের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসুচী উদ্বোধন করা হয়।

রোববার (২২ নভেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি অধিদফতরের উদ্যোগে উপজেলা মিলনায়তনে ধামরাই উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়।

Pop Ads

কর্মকর্তা মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।

কৃষি কর্মকতা মোঃ আরিফুল হাসান জানান, ৫ হাজার ৪৫০ জন কৃষকের মাঝে পুনর্বাসনের আওতায় সার ও বীজ বিতরণ এবং ২০ হাজার ৬০জন কৃষকের মাঝে প্রনোদনা বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।