দেশে করোনার মহামারিতে ক্লোজাপ ওয়ানের কন্ঠ শিল্পী রিংকুর ভিন্ন উদ্যোগ

সুপ্রভাত বগুড়া (পারভেজ ইসলাম সাদ্দাম): বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর কন্ঠ শিল্পী রিংকুর এই করোনা মহামারিতে দেশের উন্নয়ন নিয়ে অসাধারণ ভাবনা।

সাক্ষাতকারে- ক্লোজআপ ওয়ান তারকা রিংকু ও সুপ্রভাত বগুড়া’র শিক্ষাণবিশ প্রতিনিধি পারভেজ সাদ্দাম। -সুপ্রভাত বগুড়া

যখন দেশে করোনা মহামারি তখন তার মাথায় এলো কি ভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সুপ্রভাত বগুড়া’র সংবাদ দাতাকে এক সাক্ষাত কারে তিনি জানান, সময়ের সাথে সাথে আমাদের দেশ সঠিক সময়ে এই করোনা থেকে বেরিয়ে আসবে।

Pop Ads

আমার চিন্তা ধারা একটু আলাদ আমাদের থেমে থাকলে চলবে না তাই আমার গ্রামের
কিছু বেকার যুবকদের নিয়ে খামার বানানোর চিন্তা মাথায় এলো।

আমর গ্রামের বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানার বিষা ইউয়নের বড়সাতা গ্রামে সেখাই ১৫ বিঘার জমির উপরে গোড়ে তুলেছি গরুর ছাগল ভেড়া হাস মাছ সহ এস নিয়ে শুরু করেছি ব্যবসা।

এই খামার দেওয়ার কারণ এক দিকে দেশের উন্নয় হবে অন্যদিকে গ্রামের যুবক দের
বেকাররত্ত দূর হবে।

এসময় করোনার কারণে সকলের অভাব অনাটন আমার চিন্তা আছে এই ব্যবসার কিছু অর্থ দিয়ে অসহায় পরিবারের পাশে দাড়াবো।

তিনি আরো বলেন ভবিষ্যতে আরো বড় কিছু করার চিন্তা মাথায় আছে তবে সংগীতটাকেওর্ষ্চা করে যাবো কারণ আমার অনেক ভক্ত আছে। আমার এই নতুন কর্ম নিয়ে সকলের কাছে দোয়া প্রত্যাশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here