দেশে তেলের সন্ধান নতুন করে

19
দেশে তেলের সন্ধান নতুন করে

সিলেট ১০ নম্বর কূপের একটি স্তরে তেলের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ
রোববার (১০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সিলেট ১০ নম্বর কূপের ৪ স্তরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। প্রথম স্তরে তেলের সন্ধান পাওয়া গেছে। গ্যাস ও তেলের স্তর ভিন্ন ভিন্ন। এখানে ড্রিল করার সঙ্গে সঙ্গেই তেল উঠছে।

Pop Ads

কূপে গ্যাসের মজুতের পরিমাণ ৪৩.১০ বিলিয়ন ঘনফুট বলেও জানান প্রতিমন্ত্রী।

এখান থেকে দৈনিক ৫০০ থেকে ৬০০ ব্যারেল তেল পাওয়া যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

২০২৬ সালে বাংলাদেশ গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে আশা প্রকাশ করে নসরুল হামিদ বলেন, নতুন গ্যাস সংযোগে শিল্পখাতকে গুরুত্ব দেয়া হবে।

প্রায় ৩৭ বছর আগে ১৯৮৬ সালে হরিপুরের গ্যাসক্ষেত্র থেকে খনিজ তেলের সন্ধান মেলে। এরপর টানা সাত বছরে মোট ৫ লাখ ৬০ হাজার ৮৬৯ ব্যারেল তেল উত্তোলনের পর ১৯৯৪ সালে কূপটি থেকে প্রবাহ বন্ধ হয়ে যায়। প্রায় চার দশক পর সিলেট গ্যাসক্ষেত্রে আবারও মিললো মূল্যবান খনিজ তেলের উপস্থিতি।

গেলো মাসের শেষ দিকে সিলেটের একটি কূপে গ্যাসের সন্ধান পাওয়ার কথা নিশ্চিত করে সিলেট গ্যাসফিল্ডস কর্তৃপক্ষ। এমন ঘোষণার দুই সপ্তাহ পর সেখানে খনিজ তেল পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।