দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন ১২ নভেম্বর

85
দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন ১২ নভেম্বর

চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ উদ্বোধন করা হবে আগামী ১২ নভেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথ উদ্বোধন করবেন।

রেলমন্ত্রী বলেন, আগামী ১৫ অক্টোবর এই রুটের ট্রায়াল রান হবে। এই রুট চালুর মধ্য দিয়ে কক্সবাজারের রেললাইন গোটা বাংলাদেশের সঙ্গেই যুক্ত হচ্ছে।

Pop Ads

বর্তমানে চট্টগ্রামের কালুরঘাট সেতুর সংস্কার কাজ চলছে। এই সেতু দিয়েই ইঞ্জিন বগি নেওয়া হয়েছে। উদ্বোধনের আগেই সংস্কার কাজ শেষ হয়ে যাবে বলে জানান রেলমন্ত্রী।

দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পটি ২০১০ সালে অনুমোদন দেয় সরকার। সব জটিলতা কাটিয়ে ২০১৮ সালে প্রকল্প নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করে। প্রকল্পের কাজ ২০২২ সালে শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৪ সাল পর্যন্ত। এরই মধ্যে প্রকল্পের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে।

প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে ৯টি রেলওয়ে স্টেশন, চারটি বড় ও ৪৭টি ছোট সেতু। প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হচ্ছে ১৮ হাজার ৩৪ কোটি ৪৮ লাখ টাকা।