ধামইরহাটে সীমান্তে ১হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিল বিজিবির সেক্টর কমান্ডার

সুপ্রভাত বগুড়া (মোত্তাখারুল হক,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটের সীমান্তবর্তী উপজেলা সমুহের অসহায়, গরীব, হতদরিদ্র ১হাজার পরিবারকে খাদ্য সহায়তা বিতরণের ধারাবাহিকতায় রবিবার দুপুরে সীমান্তবর্তী হাটসুল,

রাধানগর এবং শীতল বিওপি এলাকার ৫শত অসহায়দেরকে বিদিরপুর ফুটবল মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করল বিজিবি।

Pop Ads

বিদ্যানন্দ ফাউন্ডেশন রাজশাহী শাখার পক্ষ থেকে এবং ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনা এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ,বিপিএম,জি, ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন,পিএসসি,জি

এবং ওই ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর এএসএম রবিউল হাসান। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে ৬কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আটা, আধা লিটার তেল, আধা কেজি লবণ, ১ প্যাকেট বিস্কুট এবং ১ প্যাকেট সুজি বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here