ধামরাইয়ে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন এম.পি.বেনজীর আহমেদ

ধামরাইয়ে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন এম.পি.বেনজীর আহমেদ। ছবি-মিজানুর
সুপ্রভাত বগুড়া (মিজানুর রহমান (ধামরাই) ঢাকা (প্রতিনিধি): ঢাকার ধামরাই পৌর এলাকায় বন্যায় পানি বন্দী হতদ্ররিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার পৌঁছে দিয়েছেন ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
আজ শুক্রবার (৭ই আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার তাদের মাঝে বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ উপহার পেয়ে বন্যার্ত হতদ্ররিদরা অনেক খুশি হন। বন্যায় ক্ষতিগ্রস্ত নয়টি ওয়ার্ডে ১৫০০ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া সরকারি বরাদ্দকৃত ত্রাণের প্রতিটি বস্তায় ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১কেজি চিনি ২কেজি চিড়া, এক প্যাকেট নুডুলস, ১ কেজি সয়াবিন তেল।
বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি বলেন,  প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জাতীয় এ দুর্যোগে কোনো মানুষই না খেয়ে থাকবে না। সেই ঘোষণা বাস্তবায়নের জন্যই আজ ধামরাইয়ে এ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয়া হলো এবং আগামীতে এ সহযোগিতা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা চেয়ারম্যান জনাব মোহাদ্দেছ হোসেন, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ধামরাই পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব গোলাম কবির, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু,  পৌর যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী খান  সহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here