নওগাঁর আত্রাই থানা পুলিশের জনসচেতনতা মূলক প্রচারপত্র বিতরণ

নওগাঁর আত্রাই থানা পুলিশের জনসচেতনতা মূলক প্রচারপত্র বিতরণ
সুপ্রভাত বগুড়া (এমরান মাহমুদ প্রত্যয়,নওগাঁ জেলা, প্রতিনিধি): নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশ কর্তৃক পানিতে ডুবে মৃত্যু রোধে করণীয় এবং সাপে কাটলে করণীয় বর্জনীয় ও প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা মূলক প্রচারপত্র বিতরণ করেন।
বুধবার দিনব্যাপী  ওসি মোসলেম উদ্দিন এবং ওসি তদন্ত মোজাম্মেল হকের নেতৃত্বে চৌকস টিম এ কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপজেলা সদর ,সাহেবগঞ্জ বাজার, আহসানগঞ্জ স্টেশন, আত্রাই নতুন বাজার, বান্দাইখাড়া বাজার,
শুকটিগাছা বাজার, সুদরানা বাজার, নওদুলি বাজার সহ লোক সমাগম হয় এমন স্থানে স্থায়ী বিলবোর্ড ঝোলানো এবং সর্ব সাধারনের হাতে হাতে প্রচারপত্র দেওয়া হয়।
ওসি মোসলেম উদ্দিন বলেন, কয়েক দিনের বৃষ্টি এবং উপরের ঢলের পানি এসে আত্রাই নদীর পানি ২৩ সেন্টিমিটার বীপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাঠ-ঘাট ডুবে চারিদিকে পানি থৈথৈ করছে।
সেইসাথে বৃদ্ধি পেয়েছে সাপের উপদ্রব। সাপ এবং পানি হতে মানুষের জান-মাল রক্ষার্থে জেলা পুলিশের নির্দেশে আজকের এই কার্যক্রম পরিচালনা করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here