পরিবেশ সবুজায়নে বগুড়া শিশু পল্লী প্রদত্ত বৃক্ষরোপণ

এস ও এস (SOS) এর প্রতিষ্ঠাতা হারমেইনার এর জন্মদিন উপলক্ষে বগুড়া সদরের শিকারপুর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আশরাফুল ইসলাম।

সুপ্রভাত বগুড়া (নিজস্ব প্রতিবেদক): এস ও এস (SOS) এর প্রতিষ্ঠাতা হারমেইনার এর জন্মদিন উপলক্ষে বগুড়া সদরের শিকারপুর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়।

বুধবার (২৩ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে বগুড়া শিশু পল্লী প্রদত্ত ফলজ ও বনজ চারাগাছ রোপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আশরাফুল ইসলাম।

Pop Ads

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন এরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রণয় কুমার দত্ত, অদম্য ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সৌরভ আহমেদ, শিমুল আসাদ,

শিকারপুর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তণ শিক্ষার্থী ফোরামের সভাপতি মো: গোলাম রব্বানী, সহ-সভাপতি মো: রবিউল ইসলাম রনি, সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মী এম আই মিরাজ, অদম্য ফাউন্ডেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিল্লাত হোসেন ও সদস্য খোকন পাইকাড়সহ প্রমুখ।