পুরান বগুড়ায় প্রায় তিনমাস ধরে আটকে পড়া বেদে সম্প্রদায়ের সাহায্যার্থে বগুড়া জেলা পুলিশ

সুপ্রভাত বগুড়া (জীবন-জীবীকা):বগুড়া শহরের পুরান বগুড়া এলাকায় প্রায় তিনমাস ধরে আটকে পড়া বেদে সম্প্রদায়ের সাহায্যার্থে এগিয়ে এসেছে জেলা পুলিশ বগুড়া।

৩৪ টি বেদে পরিবারের দেড় শতাধিক নারী পুরুষ শিশু কর্মহীনভাবে প্রায় না খেয়ে দিনাতিপাত করছেন।

Pop Ads

এমন সংবাদ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার স্যারের কাছে এলে তিনি বিষয়টি খতিয়ে দেখার জন্য সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীকে নির্দেশ দেন।

সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ৩৪টি পরিবারের জন্য কিছুদিন চলার মতো খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এবং অফিসার ইনচার্জ সদর থানা জনাব এস এম বদিউজ্জামান আজ (১৪/৫/২০২০) দুপুরে তাদের আবাসস্থলে গিয়ে পুলিশ সুপার মহোদয়ের পক্ষে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

উল্লেখ্য কয়েকদিন পূর্বে শেরপুর থানা এলাকায় অবস্থানরত এরকম ত্রিশটি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বিতরণ করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here