প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২৭

178
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২৭

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখন সময় প্রস্তুতি নেওয়ার। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ২৭তম পর্বে বাংলা বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকার সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।

১. কুজ্ঝটিকা শব্দের যুক্তবর্ণটি কোন দুটি বর্ণের সংযোগে গঠিত হয়েছে?
ক) জ্+ঝ
খ) ঝ+ঝ
গ) ঝ+জ
ঘ) ঝ+ব

Pop Ads

২. ‘র’কোন জাতীয় ধ্বনি?
ক) প্বার্শিক ধ্বনি
খ) তাড়নজাত ধ্বনি
গ) কম্পনজাত ধ্বনি
ঘ) স্পর্শ ধ্বনি

৩. ‘অনীক’ শব্দের অর্থ কী?
ক) সূর্য
খ) সমুদ্র
গ) যুদ্ধক্ষেত্র
ঘ) সৈনিক

৪. কোনটি সমার্থক নয়?
ক) বারিধি
খ) বারীশ
গ) সুধাকর
ঘ) রতœাকর

৫. ‘অহ্ন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) অপর
খ) রাত্রি
গ) সূর্য
ঘ) গতি

৬.  শব্দটির বাংলা পরিভাষা শব্দ হলো—
ক) অর্ধচেতন
খ) অবচেতন
গ) চেতনা
ঘ) চেতনা প্রবাদ

৭. ‘লাজওয়াব’ শব্দের ‘লা’কোন উপসর্গ?
ক) ফারসি
খ) হিন্দি
গ) ইংরেজি
ঘ) আরবি

৮. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
ক) ছোটগল্প
খ) নাটক
গ) কাব্য
ঘ) উপন্যাস

৯. ‘কাজলা দিদি’ কবিতাটি কে রচনা করেছেন?
ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) মুহিব খান
ঘ) যতীন্দ্রমোহন বাগচী

১০. ‘ওমন কথা মুখে আনতে নেই’ এখানে ‘মুখ’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) বাক্‌যন্ত্র
খ) তিরস্কার
গ) বদন
ঘ) অমঙ্গল

১১. ‘সত্য মিথ্যা’ ভাবানুবাদ উপন্যাসের লেখক কে?
ক) আলাউদ্দিন আল আজাদ
খ) আবু রুশদ
গ) আবুল মনসুর আহমেদ
ঘ) আবুল ফজল

১২. ‘তিনি ব্যাকরণে পণ্ডিত’ এ বাক্যে ‘ব্যাকরণে’কোন কারকে কোন বিভক্তি?
ক) অধিকরণে সপ্তমী
খ) সম্প্রদানে সপ্তমী
গ) অপাদানে দ্বিতীয়া
ঘ) কর্মে সপ্তমী

১৩. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
ক) কাঁদো নদী কাঁদো
খ) নেকড়ে অরণ্য
গ) রাঙা প্রভাত
ঘ) প্রদোষে প্রাকৃতজন

১৪. ‘দুধে-ভাতে’ কোন সমাস?
ক) সমার্থক দ্বন্দ্ব
খ) বিপরীতার্থক দ্বন্দ্ব
গ) অলুক দ্বন্দ্ব
ঘ) একশেষ দ্বন্দ্ব

১৫. ‘বাইরের জগৎ সম্পর্কে ধারণা নেই’ এমন ব্যক্তিকে এককথায় কী বলে?
ক) বর্বর
খ) ক্ষুদ্রমনা
গ) কূপমণ্ডূক
ঘ) মূর্খ

১৬. ‘ভেড়ার গোয়ালে আগুন লাগা’ প্রবাদটির অর্থ কী?
ক) আকস্মিক বিপদ
খ) অকার্যকর কোলাহল
গ) অসহায় অবস্থা
ঘ) অযথা আড়ম্বর

১৭. ‘পুস্তিকা’ কী অর্থে ব্যবহৃত হয়?
ক) বৃহদার্থে
খ) ক্ষুদ্রার্থে
গ) সাদৃশ্য অর্থে
ঘ) বৈসাদৃশ্য অর্থে

১৮. ‘ব্যাকরণ’–এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) বি+আ+কৃ+অণ
খ) বি+আ+কৃ+অন
গ) বি+অ+কৃ+অন
ঘ) বি+অ+কৃ+অণ

১৯. বিভক্তি শব্দ ও ধাতুকে কী বলে?
ক) শব্দ
খ) কারক
গ) পদ
ঘ) ক্রিয়াপদ

২০. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক) মরিচিকা
খ) মরীচীকা
গ) মরীচিকা
ঘ) মরিচীকা

বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২৭-এর উত্তর
১. ক। ২. গ। ৩. ঘ। ৪. গ। ৫. খ। ৬. খ। ৭. ঘ। ৮. গ। ৯. ঘ। ১০. ঘ।
১১. গ। ১২. ক। ১৩. খ। ১৪. গ। ১৫. গ। ১৬. খ। ১৭. খ। ১৮. খ। ১৯. গ। ২০. গ।