নতুন গ্রাহকদের কাছ থেকেও টাকা নেবে এক্স

33
নতুন গ্রাহকদের কাছ থেকেও টাকা নেবে এক্স

পুরোনো গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে অর্থ পরিশোধের নিয়ম আগেই চালু করেছিল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্স। এবার নতুন গ্রাহকদের জন্যেও একই শর্ত দিল ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানিটি।

এক্সের নতুন গ্রাহকদের এখন থেকে বছরে এক মার্কিন ডলার পরিশোধ করতে হবে। বিনিময়ে টুইট, রিটুইট, লাইক, রিপ্লাইয়ের মতো সাধারণ সুবিধাগুলো উপভোগ করবেন তারা। টাকা না দিলে এগুলো কিছুই থাকবে না।

Pop Ads

তবে ইলন মাস্ক জানিয়েছেন, ‘রিড অনলি’ অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা লাগবে না। এ ধরনের অ্যাকাউন্টে কেবল অন্যদের পোস্ট পড়া, ভিডিও দেখা ও অন্য অ্যাকাউন্ট অনুসরণ (ফলো) করা যাবে। টুইট-রিটুইট, লাইক করার সুবিধা থাকবে না। প্ল্যাটফরমটিতে নতুন অ্যাকাউন্ট খুলতে ফোন নম্বর ভেরিফাই করারও প্রয়োজন হবে।

পরীক্ষামূলকভাবে আপাতত শুধু নিউজিল্যান্ড ও ফিলিপাইনের গ্রাহকদের জন্য চালু হয়েছে এই নিয়ম।