পয়েন্ট টেবিলে রেড ডেভিলদের দুর্দশায় কাতর সমর্থকরাও !

পয়েন্ট টেবিলে রেড ডেভিলদের দুর্দশায় কাতর সমর্থকরাও। ছবি-সংগৃহীত

সুপ্রভাত বগুড়া (খেলা-ধুলা): উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ তুরস্কের ক্লাব ইস্তাম্বুল বাসাকসাহির। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৫৫ মিনিটে। আরেক ম্যাচে জেনিতের বিপক্ষে লড়বে লাৎসিও।

ওল্ড ট্রাফোর্ডে মাত্রই আর্সেনালের কাছে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট টেবিলে রেড ডেভিলদের দুর্দশায় কাতর সমর্থকরাও। গানারদের বিপক্ষে খুঁজেই পাওয়া যায়নি দলের সেরা তারকাদের। ইপিএলে পয়েন্ট টেবিলে ১৫তম স্থানে থাকলেও উল্টো চিত্র চ্যাম্পিয়ন্স লিগে। গ্রুপ ‘এইচ’-এ দুই ম্যাচের দুটিতেই জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

Pop Ads

লাইপজিগের বিপক্ষে ম্যাচটাতো এখনও চোখে লেগে আছে রেড ডেভিল ভক্তদের। শীর্ষে থাকা সোলশায়ারের দলের এবার মিশন তুরস্ক। প্রতিপক্ষ ইস্তাম্বুল বাসাকসাহির। এখন পর্যন্ত ‘এইচ’ গ্রুপে দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে তুরস্কের ক্লাবটি। পয়েন্ট টেবিলে সবার নিচে তাদের অবস্থান।

কিন্তু আর্সেনালের কাছে হারের তিক্ততায় কোনও ক্লাবকেই খাটো করে দেখছেন না সোলশায়ার। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গানার সোলশায়ার বলেন, ‘আমাদের সবার মনে রাখতে হবে ম্যাচটা আমরা ওদের মাটিতে খেলতে যাচ্ছি।

ওরা এখনও কোনও ম্যাচে জয় পায়নি। তাই আমাদের হারানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। একটা জয় সবার মাঝে আরও আত্মবিশ্বাস বাড়াবে।’