বগুড়ায় পানিতে নেমে ২ বিঘা জমির ধান কেটে দিলেন কৃষক লীগ

সুপ্রভাত বগুড়া (দৌলত): বগুড়ার পৌরসভার ২০ নং ওয়ার্ডের আকাশতারার ২জন কৃষক পানিবন্দি ২ বিঘা জমির ধান কাটতে না পারার কারণে জেলা কৃষক লীগের কাছে ধান কেটে দেয়ার অনুরোধ করলে জেলা কৃষক লীগ ও শহর কৃষক লীগের যৌথ উদ্যোগে তাদের ধান প্রকৃত কৃষকের মতো কাটা ও মাড়াই করে ঘরে তুলে দেন।

আর তাদের এ কার্যক্রমে স্বস্থির নিঃশ্বাস ফেলে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন কৃষক মোফাজ্জল হোসেন ও আলমগীর হোসেন। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আমন্ত্রন ও নির্দেশনায় করোনা ভাইরাসে কৃষি শ্রমিক সংকট সমাধানে নির্বিঘ্নে কৃষকের ঘরে বোরো ধান তুলতে স্বেচ্ছাশ্রমে কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সুমির চন্দ্র, 

Pop Ads

সাধারণ সম্পাদক এ্যাড উম্মে কুলসুম স্মৃতি এমপি, রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কৃষক লীগ নেতা আব্দুল লতিফ তারিনের নেতৃত্বে শুক্রবার সকাল ৯টায় সাবগ্রাম এলাকার আকাশতারার ধানের মাঠে পানিবন্দি ২ বিঘা জমির ধান কাটায় অংশগ্রহণ করেন বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, 

সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রহমান, শাহিন  কাদির জোয়াদ্দার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মানিক, কৃষি পুর্ণবাসন সম্পাদক বকুল আহম্মেদ, 

সহ-প্রচার সম্পাদক খালেকুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক এস, এম টুটুল।এছাড়াও  শহর কৃষকলীগের সভাপতি মাসুদ রানা সরকার, সাধারণ সম্পাদক সুজাউদ্দোলা সুজা, সদস্য মাসুদ করিম,২নং ওয়ার্ড সভাপতি হামিদুল হক, ইউনিুস মোড়ল, জাকারিয়া বাবু, ১২ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, ২০ নং ওয়ার্ড সভাপতি নবীর উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here