বগুড়ায় ১০০ পরিবারকে ঈদের উপহার দিলেন তরুন ব্যবসায়ী রাকিবুল ইসলাম

সুপ্রভাত বগুড়া (এ কে দিপংকর, বগুড়া সদর প্রতিনিধি): করোনায় কর্মহীন ১০০পরিবারের মাঝে মঙ্গলবার সকালে শহরের নামাজগড়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাকিবুল ইসলাম এর পক্ষ থেকে কর্মহীন ১০০ পরিবরের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার হিসাবে ৫ কেজি ভাতের চাউল, ২ কেজি আতপ চাউল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, হাফ কেজি লবন, ১ কেজি চিনি, ১ কেজি আটা, ২০০ গ্রাম গুড়া দুধ, ১ কেজি সেমাই , ২ কেজি আলু, ১কেজি পেয়াজ, একটি করে মুরগি ও সাবান প্রদান করা হয়।

Pop Ads

প্রতিষ্ঠানের সত্বাধীকারী মোঃ রাকিবুল ইসলাম জানান, তার স্ত্রীর সাথে পরামর্শ করে দেশের এই ক্রান্তিকালে নিজেদের এবং একমাত্র মেয়ে সূরার ঈদ মার্কেট বাবদ কোন অর্থ খরচ না করে সেই অর্থ দিয়ে কর্মহীন ১০০ পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার সিদ্ধান্ত নেন।

সেই সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকালে তার প্রতিষ্ঠানের সামনে কর্মহীন ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রিগুলো বিতরণ করেন।

তিনি আরও আহবান জানান, দেশের এই ক্রান্তিকালে সমাজের বিত্তবানদের উচিৎ কর্মহীন পরিবারের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here