বগুড়ার দুপচাঁচিয়া ও তালোড়ায় জীবাণুনাশক ঔষধ না মেলায় যানবাহনের স্প্রে করছেন স্যাভলন ও ডেটলের পানি

বগুড়ার দুপচাঁচিয়া ও তালোড়ায় জীবাণুনাশক ঔষধ না মেলায় যানবাহনের স্প্রে করছেন স্যাভলন ও ডেটলের পানি। ছবি-লোটাস

সুপ্রভাত বগুড়া ( লোটাস, তালোড়া ): করোনা ভাইরাসের কারণে বগুড়ার দুপচাঁচিয়া ও তালোড়ার আশেপাশে কোন দোকানে মিলছে না জীবাণুনাশক ঔষধ তাই ডিটোল ও  স্যাভলন দিয়ে জীবাণুনাশক ঔষধ স্প্রে করছে যানবাহন।

জীবাণুনাশক ঔষধ স্প্রে না করে ডেটলের পানি স্প্রে করলে কতটা জীবাণুনাশক হয় এনিয়ে শঙ্কায় রয়েছেন এসব যানবাহনের  চলাচলকারী যাত্রীরা।

Pop Ads

দুপচাঁচিয়া দিয়ে চলাচলকারী নওগাঁ – বগুড়া মহাসড়ক বাসগুলোতে সরকারের নিয়ম মেনে চললেও দুপচাঁচিয়া ও তালোড়ার থেকে বিভিন্ন জায়গায় চলাচলকারি থ্রি হুইলার সিএনজিচালিত অটোতে তিনজন করে যাত্রী উঠানোর আগে গাড়িতে

ও যাত্রীদের হাতে জীবাণুনাশক ঔষধ হিসেবে স্প্রে করছে ডেটল পানি ব্যাটারি চালিত অটোরিক্সা গুলো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই গাদাগাদি করে যাত্রী উঠাতে দেখা যায় নেই কোন জীবাণুনাশক ঔষধ স্প্রয়ের ব্যবস্থা।

এলাকাবাসী ও চালকরা জানান দু’এক দোকানে স্যাভলন  বা ডেটল মিললেও সেটা কিনতে হচ্ছে  অনেক বেশি দাম দিয়ে। এসব বিষয়ে প্রশাসনের সুনজর কামনা করছেন এসব ভুক্তভোগী মানুষরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here