মাত্র ৫৬০০ রুপী থেকে ১০ বছরে ১০টি প্রাইভেট জেট বিমানের মালিক!

13
মাত্র ৫৬০০ রুপী থেকে ১০ বছরে ১০টি প্রাইভেট জেট বিমানের মালিক!

..
কনিকা তেকরিওয়াল সংযোজিত হয়েছেন ভারতের বয়োকনিষ্ঠ সেলফ মেইড ধনী তালিকায়। জীবনে প্রথম বিজনেস পিচে বিব্রত হয়ে কনিকা নার্ভাস হয়ে সব তালগোল পাকিয়ে ফেলেছিলেন। তারপর কেটে গিয়েছে ১০ বছর। কনিকা তেকরিওয়াল ভারতের ‘আকাশের উবার’ নামে খ্যাত ‘জেটসেটগো ((JetSetGo)’-এর মূল উদ্যোক্তা ও সিইও।
.
.শুরুতে ট্রেড লাইসেন্স করতে গেলে তাকে দেয়া হয়নি তখন তাকে সেটা দিতে অস্বীকৃতি জানানো হয়। কারণ ‘এভিয়েশন’ ব্যবসা করতে হলে নিজের প্লেন প্রয়োজন যেটি তার ছিলো না। এক ইন্টারভিউয়ের কনিকা বলেন, “আমি তাদের যতোই বুঝাই যে আমি শুধু ট্রেডিং করবো, প্লেন উড়াবো না ততই তারা তাদের জেদ ধরে রাখলো”
.

কনিকা কলেজে থাকতেই এভিয়েশন সেক্টরে কাজ করতে শুরু করেন। কেউ প্রাইভেট জেট কিনতে চাইলে তাকে তথ্য দিয়ে সাহায্য করতো তার কোম্পানি। ২২ বছর বয়সে এভিয়েশন সেক্টরের চাকরি ছেড়ে কনিকা এভিয়েশন স্টার্টআপ শুরু করেন। কিন্তু বাঁধ সাধে সেকেন্ড স্টেজ ক্যান্সার। চিকিৎসক বললেন – খুব বেশিদিন বাঁচবেন না। অদম্য মানসিক শক্তির জোরে এক বছর পরে সুস্থ হয়ে আবার শুরু করেন তার প্রচেষ্টা। মাত্র ৫৬০০ রূপী পকেটে নিয়ে শুরু হয় জেটসেটগো।
.
.
কিন্তু আজ দশ বছর পর কনিকা তেকরিওয়াল এখর ভারতের কনিষ্ঠতম সেল্ফ মেইড মহিলা ধনীদের তালিকায় জায়গা করে নিয়েছেন।”

Pop Ads