বগুড়ায় ব্যবসায়ীকে ফ্লিমীস্টাইলে কুপিয়ে জখম গ্রেফতার-১

বগুড়ায় ব্যবসায়ীকে ফ্লিমীস্টাইলে কুপিয়ে জখম গ্রেফতার-১

স্টাফরিপোর্টারঃ বগুড়ায় এক ব্যবসায়ীকে পূর্ব শত্রুতার জেরধরে ফ্লিমীস্টাইলে প্রকাশ্যদিবালোকে কুপিয়ে জখম করা হয়েছে। সদর থানা পুলিশ রাতেই ঘটনার সাথে জড়িত ১ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি হলেন, শহরের গোয়ালগাড়ী এলাকার মৃত মহরম আলী ওরফে মরমের ছেলে, ওয়াহাব (৪২)।

সদর থানার মামলা নং ৮২ সূত্রে জানা গেছে, উপশহর এলাকার, মৃত সৈয়দ আকিল আহম্মেদ এর ছেলে জাকির আহম্মেদ ওরফে রিটু, গোয়ালগাড়ী বায়তুল এহসান জামে মসজিদ থেকে শনিবার বাদ আসর নামায পরে বের হওয়া মাত্রই পূর্ব পরিকল্পনা অনুযায়ী কয়েকজন তাকে জাপটে ধরে এলোপাথারী মারপিট করে হত্যার উদ্দেশ্য শরীরের বিভিন্ন স্থানে ধারালো ক্ষুর দিয়ে অাঘাত করে।

Pop Ads

ব্যবসায়ী রিটুর পকেটে থাকা ১ লাখ ২৭ হাজার টাকা বের করে নেয়। এসময় ব্যবসায়ী রিটুর চিৎকারে ওই এলাকার লোকজন দৌড়ে এলে ওই আসামীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত জখম অবস্থায় রিটুকে উদ্ধার করে মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে ভর্তি করায়। এ ঘটনায় রাতেই উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু খানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ওয়াহাবকে গ্রেফতার করে।

রোববার সকালে রিটুর বড় ভাই সৈয়দ কবীর আহম্মেদ বাদী হয়ে উপশহরের স্নিগ্ধা আবাসিক এলাকার মৃত আমিন শেখের ছেলে শামীম শেখকে ১ নং আসামী, নূরানী মোড়ের মৃত ফয়েজ খানের ছেলে মিন্টু খান ২ নং আসামী, ওয়াহাবকে ৩ নং আসামী করে অজ্ঞাত নামাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু খান বলেন, ঘটনার সাথে জড়িত ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।