বগুড়ায় মাঝ রাতে খড়ের গাদায় অাগুন দিল দূর্বৃত্তরা, আটক ১ !

বগুড়ায় মাঝ রাতে খড়ের গাদায় অাগুন দিল দূর্বৃত্তরা, আটক ১ ! ছবি-এমদাদুল
সুপ্রভাত বগুড়া (এমদাদুল হক  নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি): বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ৮টি খড়ের পালায় আগুন দিয়ে পুড়ে দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় স্থানীয়রা বাদশা নামের একজনকে অাটক করে পুলিশে দিয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি)  রাতে উপজেলার সদর ইউনিয়নের পাটগাড়ী গ্রামে এ আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
জানা গেছে, বুধবার রাতে উপজেলার পাটগাড়ী গ্রামের কৃষক খয়বর আলী ৫০ বিঘা জমির চারটি, ফরিদ উদ্দিনের ১০ বিঘা জমির ২টি ও কৃষক লিটন হোসেনের ১০ বিঘা জমির দুটি খরের পালায় আগুন দিয়েছে দূর্বৃত্তরা।
স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের ইউনিটের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের ইউনিটের ষ্টেশন কর্মকর্তা রতন কুমার দেবনাথ বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
অাগুনে অনেক টাকার ক্ষতি  হয়েছে। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, খড়ের পালায় আগুন দেয়ার বিষয়টি অভিযোগ পেলে অাইনগত ব্যবস্থা নেয়া হবে।