বদলগাছীতে শিক্ষার্থীরা জড়িয়ে পড়ছে ফ্রী ফায়ার ও পাবজি সহ বিভিন্ন অপকর্মে !

বদলগাছীতে শিক্ষার্থীরা জড়িয়ে পড়ছে ফ্রী ফায়ার ও পাবজি সহ বিভিন্ন অপকর্মে

মিনহাজুল (মিন্টু) বদলগাছী( নওগাঁ) প্রতিনিধিঃ বদলগাছীতে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কচি কাঁচা শিক্ষার্থীরা অনলাইন গেমস ফ্রী ফায়ার ও পাবজি খেলা সহ জড়িয়ে পড়ছে বিভিন্ন অপকর্মে। এদের মধ্যে বেশি আকৃষ্ট হচ্ছে অল্প বয়সের শিক্ষার্থীরা। সারা বিশ্ব করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় বেকার হয়ে পড়েছে তারা।

দেশজুড়ে ভাইরাল এই গেইমস খেলায় সরোজমিনে দেখা যায় বদলগাছীর প্রায় ৯০%শিক্ষার্থীরা জড়িয়ে পড়েছে। ফ্রী ফায়ার বা পাবজি খেলতে হলে টাকার প্রয়োজন হয়। সেই টাকার জন্য তারা বাবা মায়ের সাথে চড়া ভাষায় কথাবার্তা বলে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন অভিভাবক অতিকষ্টে বলেন,শাসন মূলক কোন কথা বললে রাগ হয়ে আত্মহত্যা করার ঘটনা ও ঘটছে।

Pop Ads

তারা আরো জানান বাচ্চাদের নিয়ে অনেক সমস্যায় আছি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা বেকার হয়ে পড়েছে বাইরে গেলে মাদকের ভয়, বাড়ীতে থেকে মোবাইলে বেশী ফ্রী ফায়ার খেলে তাদের চক্ষের সমস্যা ও দেখা দিচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায় উপজেলা সদরের হঠাৎপাড়া গ্রামের প্রসান্তর কুমারের ছেলে ৯ম শ্রেণির শিক্ষার্থী প্রান্ত কুমার(১৪)বাবার কাছে ভিডিও মোবাইল চাইলে বাবা দিতে অস্বীকার করায় রাগ করে বিষ পানে আত্মহত্যা করে।

উপজেলায় এ রকম ঘটনা ঘটে মাঝে মধ্যেই। বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন,ইদানিং শিক্ষার্থীরা পাবজি ফ্রী ফায়ার খেলায় জড়িয়ে পড়ছে বেশী। আমরা থানার উদ্যোগে বিট পুলিশিং এর মাধ্যমে অভিভাবকদের সচেতন করছি তারা যেন তাদের সন্তানের প্রতি নজর রাখে।