নাটোরের লালপুরে গৃহহীনদের ঘর নির্মাণ কাজের উদ্বোধন

নাটোরের লালপুরে গৃহহীনদের ঘর নির্মাণ কাজের উদ্বোধন। ছবি-নাহিদ

সুপ্রভাত বগুড়া (নেওয়াজ মাহমুদ নাহিদ, নাটোর প্রতিনিধি): “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের পূর্নবাসন প্রকল্পের আওতায় নাটোরের লালপুরের ৭ জন অসহায় গৃহহীনদের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার কদিমচিলানে গোধড়ায় আশ্রয়ন-২ প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যলয়ের অর্থয়ানে ও উপজেলা দূর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তরের বাস্তবায়নের ১১ লক্ষ ৯৭ হাজার টাকা ব্যয়ে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ।

Pop Ads

এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এসকেন্দার মির্জা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু, যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মাহামুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমূখ।