বগুড়ায় যুব প্রচেষ্ঠার উদ্যোগে ৪ শতাধিক গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

371
বগুড়ায় যুব প্রচেষ্ঠার উদ্যোগে ৪ শতাধিক গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

ঈদ উল আযহা উপলক্ষ্যে বগুড়া শহরের দক্ষিণ কাটনারপাড়া যুব প্রচেষ্ঠার উদ্যোগে শহরের রেলওয়ে স্টেশন চত্বরে গরীব ও দুস্থদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।

ঈদের ২য় দিন বৃহস্পতিবার দুপুরে প্রায় ৪ শতাধিক মানুষের মাঝে শহরের রেলওয়ে স্টেশন চত্বর, সাতমাথা, হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড, সেউজগাড়ি রেলওয়ে কলোনী সহ বিভিন্ন স্থানে বিতরণ করা হয়।

Pop Ads

উন্নত মানের খাবার বিতরণকালে দক্ষিণ কাটনারপাড়া যুব প্রচেষ্টার শরিফুল ইসলাম বাবুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম ইকবাল, বগুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারুখ সখিনা শিখা,

মুক্তিযোদ্ধা এমএ গণি সরকার, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুল হাসান মুরাদ, মোঃ স¤্রাট আলী, সফল, আব্দুল মালেক, হাবিবুর রহমান, রনি, মুন্না মন্ডল, শাওন, হাসান, তানজিল, সূচনা, দিতি, মেঘলা সহ আরও অনেকে।

শহরের দক্ষিণ কাটনারপাড়া যুব প্রচেষ্ঠার শরিফুল ইসলাম বাবু, সফল, মালেক সহ আরও অনেকে জানান, যুব প্রচেষ্ঠার উদ্যোগে নিজেরা নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাড়ানো চেষ্ঠা করছি। যাতে করোনাকালে অসহায়, দিন মজুর, গরীব ও দুস্থ মানুষের জীবন যাপনে একটু গতি ফেরানো যায়।

এবার ঈদ উল আযহা উপলক্ষ্যে গরীব ও দুস্থ মানুষের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হল। প্রতিটি খাবারের প্যাকেটে বিরিয়ানী, মাংস, শসা রয়েছে। যা দিয়ে একজন মানুষ তার একবেলা ভরপেট খাবার গ্রহন করতে। ভবিষ্যতে এধরণের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।