বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগে অনুপ্রবেশকারী সবুজ বাহিনীর বিরুদ্ধে মামলা

সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি): বগুড়ার শাজাহানপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আবদুল হালিম (৩২) নামে এক মিষ্টি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পাশ্ববর্তী শেরপুর উপজেলার ছাত্রদল থেকে স্বেচ্ছাসেবক লীগে অনুপ্রবেশকারী সাখাওয়াত হোসেন সবুজ ও তার বাহিনী এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার বিবরণে বৃহঃবার ২০ আগষ্ট নিহতের স্ত্রী শম্পা বেগম জানান, তিনি এ ঘটনায় বুধবার শাজাহানপুর থানায় সবুজসহ ছয় জনের নাম উল্লেখ সহ এছাড়া আরও অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। শাজাহানপুর থানা ওসি আজিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।

Pop Ads

মামলার অভিযোগ সুত্রে ও স্থানীয়রা জানান, আবদুল হালিম বগুড়ার শেরপুর উপজেলায় গাড়িদহ মধ্যপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে। তিনি গাড়িদহ বাজারে মিষ্টির ব্যবসা করতেন। একই এলাকার জহুরুল ইসলামের ছেলে সাখাওয়াত হোসেন সবুজ আগে ছাত্রদলের রাজনীতি করতেন। কিছুদিন আগে তিনি স্বেচ্ছাসেবক লীগে যোগ দেন। বর্তমানে শেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। জমিজমার মালিকানা নিয়ে হালিমের সঙ্গে সবুজের বিরোধ চলছিল।

হালিম ১৪ আগস্ট শুক্রবার জুম্মার নামাজ আদায় করে পাশ্ববর্তী শাজাহানপুর উপজেলার জামুন্না সানাপাড়ায় নিজ জমিতে আমের চারা রোপন করছিলেন। এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত হোসেন সবুজ ও তার বাহিনীর সদস্যরা তার ওপর অতর্কিত হামলা চালায়। বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে তার ডান হাত ও পা ভেঙে দেয়। মৃত ভেবে তাকে চটের বস্তায় তুলে রাখে।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে ১৮ আগস্ট তিনি মারা যান। পুলিশ লাশটি তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী শাজাহানপুর থানায় সবুজ সহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা শাজাহানপুর থানার এসআই সাম্মাক হোসেন জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, ছাত্রদল থেকে স্বেচ্ছাসেবক লীগে অনুপ্রবেশকারী সবুজ ক্ষমতার দাপটে নিজস্ব বাহিনী গড়ে তুলেছে। নিজ এলাকা শেরপুরের গাড়িদহ ও আশপাশের এলাকা ছাড়াও পাশের শাজাহানপুরের জামুন্না, পোয়ালগোছা, খাদাস, জামাদারপুকুরসহ বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তার করেছে।

শেরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুর রাজ্জাক ও অন্যরা জানান, সবুজ এক সময় আওয়ামী লীগ সরকার বিরোধী সকল কর্মকান্ডে সক্রিয় ভুমিকা রেখেছেন। পরবর্তীতে স্বেচ্ছাসেবক লীগে যোগ দিয়েছেন। শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম বিপ্লব জানান, তাদের না জানিয়ে সবুজকে শেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে নেওয়া হয়েছে।

তবে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার শান্ত জানান, সাখাওয়াত হোসেন সবুজ তাদের সংগঠনের কেউ নন। এদিকে এ বিষয়ে জানার জন্য সবুজের কাছে ফোন করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এছাড়া তার বাড়িতে কেউ না থাকায় সবুজের বক্তব্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here