বগুড়ায় ৬০০ বন্যাদুর্গত পরিবারকে ত্রাণ দিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ 

বগুড়ায় ৬০০ বন্যাদুর্গত পরিবারকে ত্রাণ দিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। ছবি-মোমিন

স্টাফ রিপোর্টার: বগুড়া জেলার বন্যাকবলিত সারিয়াকান্দি উপজেলায় বুধবার দুপুরে ৬০০ বন্যাদুর্গত পরিবারকে ত্রাণ দিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক, বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। বন্যায় এ বছর দেশের বিভিন্ন এলাকার মত উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল এর প্রায় ১৩টি জেলা মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে।

বগুড়ার সারিয়াকান্দি, ধূনট, সোনাতলা থানার অবস্থা ছিল বর্ণনাতীত। এই পরিস্থিতিতে বন্যার্তদের মানবিক সহায়তায় কাজ করেছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষকগণ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। তারা সারিয়াকান্দী এলাকার বাতিরচরসহ আশেপাশের কয়েকটি চরের বন্যাদুর্গতদের ৬০০টি পরিবারের মাঝে মানবিক উপহার সামগ্রী প্রদান করেন।

Pop Ads

উপহারের প্রতি প্যাকেটে ছিলো ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ৫০০ মিলি তেল ও সাবান। এ মানবিক কর্মকান্ডে উপস্থিত ছিলেন, তৌহিদ পারভেজ বিপ্লব (এসএসসি’০১), রাকিবুল ইসলাম (এসএসসি’০৪) জোবায়ের রহমান পামির (এসএসসি’১২), সামিউল হাসিব সম্পদ (এসএসসি’১৩),

সোয়াইব ইসলাম জুনাইদ (এসএসসি’১৩), সরকার শাহরিয়ার রশীদ (এইচএসসি’১৯), শোয়েব (এসএসসি’১৭), তৌসিফ (এইচএসসি’১৭), মুহিয়ান (এসএসসি’১৮), রিশাদ (এসএসসি,১৯), রাশিক (এসএসসি’১৯) সহ উক্ত প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here