বগুড়া-১ আসনের ভোটে অবৈধ টাকা ছড়ানোর অভিযোগে ৫ জন গ্রেফতার !

বগুড়া-১ আসনের ভোটে অবৈধ টাকা ছড়ানোর অভিযোগে ৫ জন গ্রেফতার !

সুপ্রভাত বগুড়া (দৌলত): বগুড়া ১ আসনের (সারিয়াকান্দি-সোনাতলা) উপনির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর ভোট প্রচারনায় অবৈধভাবে টাকা ছড়ানোর দায়ে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে সোনাতলার একটি ক্লিনিকের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া ওই পাঁচজন হলো- রোহান, ইন্তেজার, ফারদিন বিন রশিদ, মিকানুল ইসলাম ও জামাল হোসেন।

Pop Ads

পুলিশ জানায়, গোপণ সংবাদে জানা যায় সোনাতলায় ট্রাক প্রতীকের সতন্ত্র প্রার্থীর ভোট প্রচারণায় অবৈধভাবে টাকা ছড়ানো হচ্ছে। তখন সেখানে দ্রুত পুলিশের একটি টিম পৌঁছায় এবং একটি মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ- ১৪-১৪৯৬) জব্দ করে।

সেই সাথে গাড়িতে থাকা ড্রাইভারসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ লক্ষ টাকা, ট্রাক প্রতীকের পোস্টার ও হ্যান্ডবিল উদ্ধার করা হয়।

শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কুদরত-ই খোদা শুভ জানান, আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here