বড় পরাজয়ের ম্যাচে দুঃসংবাদও পেল শ্রীলংকা

41
বড় পরাজয়ের ম্যাচে দুঃসংবাদও পেল শ্রীলংকা

বিশ্বকাপ অভিযানটা বড় হার দিয়ে শুরু করেছে শ্রীলংকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪২৮ রান হজম করে ১০২ রানে হারতে হয় দাসুন শানাকার দলকে। এই পরাজয়ের পর আবার দুঃসংবাদও পেল লংকানরা।

স্লো ওভার রেটের কারণে শ্রীলংকাকে আর্থিক জরিমানা করেছে আইসিসি। দলটি নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় দলটির ম্যাচ ফির ১০ শতাংশ অর্থ জরিমানা করেছেন রেফারি। আর এবারের বিশ্বকাপে এটিই স্লো–ওভার রেটের কারণে প্রথম জরিমানার ঘটনা।

Pop Ads

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, শনিবার অরুন জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে শ্রীলঙ্কা নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি। নির্দিষ্ট সময়ের মধ্যে দুই ওভার পিছিয়ে থাকায় খেলোয়াড় ও খেলোয়াড়–সহায়ক ব্যক্তিদের জন্য প্রণীত আচরণবিধির ২.২২ ধারা অনুসারে ওভারপ্রতি ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে।

মাঠের দুই আম্পায়ার শরফউদ্দৌলা শহীদ সৈকত ও রিচার্ড ইলিংওয়ার্থ বিষয়টি জানানোর পর ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ জরিমানা আরোপ করেন। শ্রীলংকা অধিনায়ক শানাকা তা মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি