বিশ্বে একদিনে করোনায় মৃত্যু সাড়ে ছয় হাজারেরও বেশি !!

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু সাড়ে ছয় হাজারেরও বেশি !!

সুপ্রভাত বগুড়া (আন্তর্জাতিক): বিশ্বে করোনায় দৈনিক প্রাণহানি এক লাফে প্রায় দ্বিগুণ হয়েছে। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ। এ নিয়ে মোট মৃত্যু ছাড়িয়েছে ৪ লাখ ৪৫ হাজার।

আক্রান্ত সাড়ে ৮২ লাখের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে, মারা গেছেন ২ হাজার জনের বেশি। দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়ালো ১১ হাজার। নতুন শনাক্ত হয়েছেন আরো ১১ হাজারের বেশি মানুষ।

Pop Ads

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ১৩শ’র বেশি মানুষের। নতুন করে ৩৭ হাজারের বেশি শনাক্ত নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ২৮ হাজার।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও ফের বেড়েছে প্রাণহানি। ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৮৪৬ জন মারা গেছেন, শনাক্ত হয়েছে ২৫ হাজার। গত দুইদিন যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ৫০ এর নিচে থাকলেও মঙ্গলবার সেখানে প্রাণ গেছে ২৩৩ জনের।

এছাড়া, ২৪ ঘণ্টায় করোনায় মেক্সিকোতে ৪৩৯, পেরুতে ১৯৬, রাশিয়ায় ১৯৩ ও পাকিস্তানে ১১০ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ায় একদিনে আক্রান্তের সংখ্যা ৮ হাজারের বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here