ভারতের পশ্চিমবঙ্গে পূজা মণ্ডপে দর্শনার্থী প্রবেশে হাইকোর্টের নিষেধাজ্ঞা

ভারতের পশ্চিমবঙ্গে পূজা মণ্ডপে দর্শনার্থী প্রবেশে হাইকোর্টের নিষেধাজ্ঞা। ছবি-সংগ্রহ

সুপ্রভাত বগুড়া (আন্তর্জাতিক): করোনার কারণে ভারতের পশ্চিমবঙ্গে এবারের দুর্গা পূজা মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন কলকাতা হাইকোর্ট। সোমবার এই আদেশ দেন আদালত।
করোনা মহামারি পরিস্থিতিতে আদৌ পূজা করার অনুমতি দেওয়া সংগত কি না, তা নিয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

সেই আবেদনে সোমবার হাইকোর্ট রাজ্যের সমস্ত পূজা মণ্ডপকে ‘নো এন্ট্রি’ জোন হিসেবে ঘোষণা করার নির্দেশ দেন। রাজ্যের ছোট বড় সব মণ্ডপের চারপাশে ৫ থেকে ১০ মিটার দূর থেকে ব্যারিকেড দেয়ারও নির্দেশ দেন হাইকোর্ট।

Pop Ads

কেবল পূজা কমিটির সদস্যরা প্রবেশ করতে পারবেন প্যান্ডেলে। এছাড়াও আদালতের নির্দেশ কীভাবে এবং কতটুকু মানা হলো ৫ নভেম্বরের মধ্যে সে বিষয়ে একটি হলফনামা আদালতে জমা দেয়ার নির্দেশ দেয়া হয় পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে।

আদালতে আবেদনকারী আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, আমরা প্রতিটি মণ্ডপকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করতে আবেদন করেছিলাম। সেখানে আদালত নো এন্ট্রি জোন করার নির্দেশ দিয়েছেন। পুলিশকে এটা কার্যকর করতে হবে।