মধ্যরাতে নাটোরে ঝড়-শিলাবৃষ্টি

7

নাটোরের চারটি উপজেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। সোমবার (২৫ মার্চ) দিবাগত রাত সোয়া ১১টার দিকে বড়াইগ্রাম, সিংড়া, গুরুদাসপুর এবং লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি শুরু হয়। ভারি ও হালকা বৃষ্টির সঙ্গে ব্যাপক শিলা পড়ে পায় ১০ মিনিট।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে ৪টি উপজেলায় মেঘের গর্জন ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। এসব এলাকায় শিলাবৃষ্টির স্থায়িত্বকাল ১০ মিনিট ছিল। এ সময় দমকা বাতাসও প্রবাহিত হয়। বৃষ্টির পরিমাণ কম হলেও কোথাও কোথাও শিলার স্তূপ জমে যায়।

শিলাবৃষ্টির কারণে আম ও লিচুর মুকুলসহ ধান, গম, ভুট্টা, পেঁয়াজ রসুনসহ সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

Pop Ads

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, ইউনিয়ন পর্যায়ে কৃষি কর্মকর্তাদের ক্ষতির পরিমাণ অনুসন্ধান করতে বলা হয়েছে।