মাঠে থু থু ফেললেই পেতে হবে হলুদ কার্ড

সুপ্রভাত বগুড়া (খেলা-ধুলা): স্প্যানিশ লিগ শুরু করতে নিয়ম-নীতিতে পরিবর্তন আনা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী প্লে-অফ পদ্ধতি নির্ধারণ করা হবে পয়েন্ট টেবিল  অনুযায়ী। 

আর ম্যাচ চলাকালীন ফুটবলার পরিবর্তন করা যাবে সর্বোচ্চ পাঁচজন। আগে এই  সংখ্যা ছিলো চারজন।

Pop Ads

স্প্যানিশ লিগের প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস নিয়ম-কানুন পরিবর্তনের বিষয়ে সম্মতি দিয়েছে। 

পরিবর্তিত নিয়মে পরিবর্তন আসবে ভিএআর ব্যবহারেও। মাঠে থু থু ফেললে পেতে হবে হলুদ কার্ড।

এছাড়া প্রথমার্ধ শেষে অবশ্যই জার্সি পরিবর্তন করে দ্বিতীয়ার্ধে মাঠে নামতে হবে।স্টেডিয়ামে প্রবেশের সময় সবার শরীরে তাপমাত্রা পরীক্ষা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here