জুভেন্টাস এখন শীর্ষে

11
জুভেন্টাস এখন শীর্ষে

নাপোলির দুর্দশা চলছেই। আবারও হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে ইতালির চ্যাম্পিয়নরা। এবার তাদের হারিয়েছে জুভেন্টাস। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে তারা হারল টানা তিন ম্যাচ।

তুরিনে নিজ মাঠে সিরি ‘এ’র বর্তমান চ্যাম্পিয়ন নাপোলিকে ১-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। দ্বিতীয়ার্ধের শুরুতে করা ফেদেরিকো গাত্তির গোলটিই গড়ে দিয়েছে ইতালিয়ান লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের ভাগ্য।
নাপোলির বিপক্ষে এই জয় লিগের শীর্ষেও পৌঁছে দিয়েছে জুভেন্টাসকে। ১৫ ম্যাচ খেলে তুরিনের ক্লাবটির অর্জন ৩৬ পয়েন্ট।

Pop Ads

খুব একটা পিছিয়ে নেই ইন্টার মিলানও। তুরিনের ক্লাবটির চেয়ে তারা মাত্র ১ পয়েন্ট পেছনে। জুভেন্টাসের চেয়ে ম্যাচও একটি কম খেলেছে ইন্টার। আজ সান সিরোয় তারা আতিথ্য দেবে উদিনেসকে।

১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে নাপোলি।
চ্যাম্পিয়নদের হারিয়ে শীর্ষে উঠে স্বভাবত উচ্ছ্সিত জুভেন্টাস কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি,‘ আজকের জয়টা খুব গুরুত্বপূর্ণ। কারণ, নাপোলিকে আমরা ১২ পয়েন্ট পেছনে ফেলতে পেরেছি। এটা অসাধারণ সাফল্য। স্কুদেত্তোর (ইতালিয়ান লিজ জয়) স্বপ্ন পূরণে আমাদের ধাপে ধাপে উন্নতি করতে হবে।

’গত মৌসুমে প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোকে বিস্তর ফারাকে পেছনে ফেলে ইতালিয়ান সিরি ‘এ’র শিরোপা জিতেছিল নাপোলি। আর ইতালিয়ান লিগের সবচেয়ে সফল দল জুভেন্টাস হয়েছিল সপ্তম। নতুন মৌসুমে বদলে গেছে ছবিটা। জুভেন্টাস এখন শিরোপার লড়াইয়ে, অন্যদিকে নাপোলি টানা ব্যর্থতায় শীর্ষে থাকা জুভেন্টাসের চেয়ে পিছিয়ে পড়েছে ১২ পয়েন্ট।