মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের দেশে ফেরার সুযোগ দিল মালয়েশিয়া সরকার

মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের দেশে ফেরার সুযোগ দিল মালয়েশিয়া সরকার ছবি-সংগ্রহ

সুপ্রভাত বগুড়া (আন্তর্জাতিক): মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের দেশে ফেরার জন্য আবারও বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

দেশটিতে অবৈধভাবে বসবাস করছেন এমন অভিবাসীদের নিজ নিজ দেশে ফিরে যেতে আজ নতুন করে একটি প্যাকেজ ঘোষণা করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

Pop Ads

বুধবার বিকেলে কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরুল দাজায়মি দাউদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

অভিবাসন মহাপরিচালক বলেন, মালয়েশিয়ায় যারা এক বছরের কম সময় অবৈধভাবে বসবাস করছেন তারা এক হাজার রিঙ্গিত,

আর যারা এক বছরের বেশি সময় ধরে অবৈধভাবে বসবাস করছেন তাদের তিন হাজার রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফেরত যেতে পারবেন।

এক্ষেত্রে জরিমানা প্রদান করে বিশেষ পাস (স্পেশাল পাস) সংগ্রহ করতে হবে।  তবে পাস নেয়ার সময় অবশ্যই উড়োজাহাজের কনফার্ম টিকিট দেখাতে হবে।

এছাড়া কোভিড-১৯ সনদ নিয়ে মালয়েশিয়া ছাড়তে পারবেন তারা।এদিকে, করোনা থাবায় যখন বিপর্যস্ত পুরো বিশ্ব তখন মালয়েশিয়ায় অবৈধদের দেশের ফেরার ঘোষণায় অনেকেই আশাহত হচ্ছেন অনেকে।

বিষয়টি মালয়েশিয়ার নিজস্ব ব্যাপার হলেও অনেকেই বলছেন করোনার কারণে পরিবার চালাতে যেখানে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে তারমধ্যে পরিবারের উপার্জন ব্যক্তি শূন্যহাতে দেশে ফিরলে কিভাবে চলবে ভেবে কুলকিনারা পাচ্ছেন না।

সরেজমিন কয়েকজন বাংলাদেশীর সঙ্গে কথা হলে তারা বলেন, অবৈধদের দেশে ফেরত পাঠানোর বদলে যদি মালয়েশিয়া সরকার বৈধতার ঘোষণা দিতেন তাহলে শতকষ্ঠের মাঝেও পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব হতো।  এ জন্য সাধারণ প্রবাসীরা দুই দেশের সরকারের সুদৃষ্টি কামনা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here