“মুজিব বর্ষের আহবান লাগাই গাছ বাড়াই বন” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান

"মুজিব বর্ষের আহবান লাগাই গাছ বাড়াই বন" জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান। ছবি-শাহজালাল

সুপ্রভাত বগুড়া (গাজী শাহ্ জালাল মিয়া,মাদারীপুর শিবচর প্রতিনিধি): বাংলাদেশ আনসার ও ভিডিপি মাদারীপুর, শিবচর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কর্যালয় থেকে বৃক্ষরোপণ অভিযান-২০২০
সকাল ১০ টার সময় শিবচর উপজেলার ১৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল আনসার ও ভিডিপি দল নেতা ও দল নেএী এবং আনসার প্লাটুন  কমান্ডার ও সহকারি কমান্ডারদের নিয়ে   র‍্যালি বের হয়।

র‍্যালি টি শিবচর প্রেস ক্লাবের মোড় হয়ে ৭১ সড়ক দিয়ে যাওয়া সময় সকলের মুখে মখোরিত স্লোগান , মুজিব বর্ষের  আহবান লাগাই গাছ বাড়াই বন।। এবং র‍্যালি টি মহরিপট্টি দিয়ে উপজেলা আনসার কার্যালয় এসে শেষ হয়। এর পর আনসার ও ভিডিপি দল নেতা ও দল নেএী এবং আনসার প্লাটুন কমান্ডার দের মাঝে ফলজ ও   ভেষজ ঔষুধি গাছের চারা  যেমনঃ আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লেবু,  অজুর্ন ও নিম ইত্যাদি  নাসার্রি চারা বিতরণ করেন।

Pop Ads

এ সময় উপস্থিত থাকেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জয় রায়, এবং উপজেলা প্রশিক্ষিকা সুরাইয়া পারভিন। কর্মকর্তা জয়  এর কাছে  থেকে জানতে পারি  যে সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নিদর্শন অনুযায়ী মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ আনসার ও ভিডিপি  মহাপরিচালকের  নিদের্শ ক্রমে  আমরা আমাদের দল নেতা ও দল নেএী এবং আনসার প্লাটুন কমান্ডার  কর্মীদের মাধ্যমে ইউনিয়ন ও পৌরসভার প্রতি টি রস্তার পাশে এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করছি।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here