রুহিয়ায় ৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার !

সুপ্রভাত বগুড়া (আলমগীর হোসেন (ঠাকুরগাঁও) প্রতিনিধি: রুহিয়া থানাধীন ঢোলার হাট ইউনিয়নের বড়দেশ্বরী বাজার সংলগ্ন টাঙ্গন নদী খনন করার সময় প্রায় ৫ কেজি ওজনের একটি কষ্টিপাথর পাওয়া গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে নদী খনন কাজ চলাকালীন সময়ে সাইদুল ইসলামের ড্রেজার মেশিনে কষ্টি পাথরটি উদ্ধার হয়। ঘটনা স্থলে উপস্থিত থাকা শহিদুল ইসলাম বলেন, আমার ছোট ভাই মোখলেছুর ও মেশিন চালক এ কষ্টিপাথর পান।

Pop Ads

পরে আমি তাদের পানি উন্নয়ন বোর্ডে জমা দেওয়ার জন্য বলি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অ:দা) রবিউল ইসলাম পাথরটি পাওয়ার কথা স্বীকার করে বলেন, এটি আগামীকাল জেলা প্রশাসকের নিকট জমা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here