শাজাহানপুরে জাতীয় শোক দিবস পালন ভিক্ষুকদের অটোভ্যান ও দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

শাজাহানপুরে জাতীয় শোক দিবস পালন ভিক্ষুকদের অটোভ্যান ও দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ। ছবি-ওহাব

সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
শনিবার ১৫ আগষ্ট সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ প্রাঙ্গণে নব নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, অডিটোরিয়ামে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও দিবসটি উপলক্ষে দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ভিক্ষাবৃত্তিকে অণুৎসাহিত করতে ভিক্ষুকদের মাঝে অটোভ্যান বিতরণ করা হয়েছে।

Pop Ads

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভিনের সভাপতিত্বে আলোচনা সভা ও এসব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমেদ, হেফাজত আরা মীরা,

থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দীলিপ কুমার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ। এছাড়া অনুষ্ঠানে উপজেলার সকল মুক্তিযোদ্ধাগন, কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের লোকজন, ও রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here