শাজাহানপুরে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

শাজাহানপুরে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত। ছবি-ওহাব

সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধি ): বগুড়ার শাজাহানপুর উপজেল্রা বিভিন্ন ইউনিয়নে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জনপ্রতিনিধি ও এলাকার সচেতন নাগরিকগন উপস্থিত ছিলেন।

শনিবার ১৭ অক্টোবর উপজেলার খরণা, আশেকপুর, মাঝিড়া, চোপিনগর ও আমরুল ইউনিয়নে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবুজাফর, পুলিশ কর্মকর্তা (এসআই) গন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি সদস্য, ও কিছু সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।

Pop Ads

সমাবেশে বক্তাগন বলেন, নারী ধর্ষন ও নির্যাতন একটি জঘন্যতম অপরাধ। এ অপরাধ সমাজ থেকে দুর করতে সচেতনতা অতি জরুরী। এ লক্ষ্যে পরিবার থেকে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে হবে।

তবে তৃণমুল পর্যায়ের এলাকার সাধারন মানুষ এ সমাবেশে তেমন না থাকায় জনসতেনতা অনেকটা ক্ষীণ বলে মনে করছেন সুশীল সমাজের লোকজন।