শিবগঞ্জে মৎস্যচাষী উদ্যেক্তাদের মাঝে মৎস্য উপকরণ বিতরন

শিবগঞ্জে মৎস্যচাষী উদ্যেক্তাদের মাঝে মৎস্য উপকরণ বিতরন। ছবি-বাপ্পী

সুপ্রভাত বগুড়া (অভিজিৎ বাপ্পী শিবগঞ্জ প্রতিনিধি): বগুড়া শিবগঞ্জ উপজেলায় ২০১৯- ২০ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট ( এনএটিপি ২) এর আওতায় সিআইজি মৎস্যচাষী/ উদ্যেক্তাদের মাঝে মৎস্য উপকরণ বিতরন করা হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুইটি সিআইজি মৎস্যচাষী দলের মাঝে দুইটি এ্যারেটর বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর।

Pop Ads

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উক্ত বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেল মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরি, পিরব ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক,

উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্রসহকারী শাহজাহান সিরাজ সাজু, মাহমুদুন নবীসহ বিভিন্ন ইউনিয়নের লিফগন ও সিআইজি সদস্যগত্র।

বিতরনে অনুষ্ঠানে মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরি বলেন এ্যারেটর পুকুরে স্থাপন করার ফলে পুকুরের অক্সিজেন সরবরাহের পাশাপাশি দৃষিত গ্যাস সমৃহ দৃর হবে।অধিক ঘনত্বে মাছ মজুদের ফলে মাছের উৎপাদন তিন- চার গুন বৃদ্ধিপাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here