সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে, এক্ষেত্র সরকারকে উদ্যোগী ভূমিকা নেয়ার তাগিদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে, এক্ষেত্র সরকারকে উদ্যোগী ভূমিকা নেয়ার তাগিদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ছবি-সংগ্রহীত

সুপ্রভাত বগুড়া (আন্তর্জাতিক): বিশ্বের দেশে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা তিন লাখ ৯৮ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ৬৮ লাখ ৪৪ হাজারের ওপরে। এদিকে, আক্রান্তদের পাশাপাশি এবার সুস্থদেরও মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রাত্যহিক মৃত্যুর সংখ্যায় দীর্ঘদিন শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রকে টানা চতুর্থ দিনের মতো পেছনে ফেলেছে ব্রাজিল। শুক্রবার এক হাজার আটজন মারা যাওয়ায় ব্রাজিলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪৭ জনে। মোট শনাক্ত ছয় লাখ ৪৬ হাজারের বেশি।

Pop Ads

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগেই লকডাউন শিথিলের তোড়জোড়ে আপত্তি তোলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্কচ্ছেদের হুমকি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো। এরআগে একই পদক্ষেপ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার করোনায় মৃত্যুর সারণিতে দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে মারা যায় নয়শ’ ৭৫ জন। সেখানে মৃতের সংখ্যা এক লাখ ১১ হাজার তিনশ’ ৯৪ জনে পৌছেছে। করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের।

নতুন করে মেক্সিকোতে ছয়শ’ ২৫, যুক্তরাজ্যে তিনশ’ ৫৭, ভারতে দুইশ’ ৮৬, রাশিয়ায় একশ’ ৪৪, পাকিস্তানে ৯৭, কানাডায় ৬৬ ও ফ্রান্সে ৪৬ জন মারা গেছে। স্পেনে ২৪ ঘন্টায় মারা গেছে একজন।

এদিকে, শুরুতে কেবল করোনা আক্রান্তদের মাস্ক ব্যবহারের সিদ্ধান্তে অনড় থাকলেও এবার সাম্প্রতিক পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত পাল্টেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নয়া নির্দেশনায়, মাস্ক ব্যবহার করতে হবে সবাইকে। এক্ষেত্র সরকারকে উদ্যোগী ভূমিকা নেয়ারও তাগিদ দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here