সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি মিজানুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি মিজানুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি-সনি

সুপ্রভাত বগুড়া (সামিউল ইসলাম সনি): জাতীয় অনলাইন প্রেসক্লাব সারিয়াকান্দি উপজেলা শাখার কর্মরত সাংবাদিকদের সাথে থানার নবাগত ওসি মিজানুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কাজলা মার্কেটের ২য় তলায় প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় কালে নবাগত ওসি মিজানুর রহমান
বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক ও দর্পণ।

পুলিশ ও সাংবাদিক পাশাপাশি কাজ করলে সমাজে কোন অপরাধী টিকে থাকতে পারবেনা। তিনি আরো বলেন, মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে জিরো ট্রলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ বাহিনী। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাউকে ছাড় দেওয়া হবে না ।

Pop Ads

এ কাজে অনলাইন সাংবাদিকসহ সকলের  সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি । সারিয়াকান্দি উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম বকুল,

সাংবাদিক সুমন কুমার সাহা, হেদায়েতুল ইসলাম লিটন, রায়হানুল ইসলাম স্বাধীন সামিউল ইসলাম সানি, কামরুজ্জামান কমল। এর আগে অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে সারিয়াকান্দি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।