স্বাস্থ্য শিক্ষা সচিব আলী নূর সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন !

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে মো. আলী নূর। ছবি-সংগৃহীত

সুপ্রভাত বগুড়া ডেস্ক: মহামারি নভেল করোনাভাইরাসে সস্ত্রীক আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর। গত তিনদিন আগে নমুনা পরীক্ষা করালে দুজনেরই পজিটিভ এসেছে।

শনিবার রাতে গণমাধ্যমকে সচিব জানান, গত তিনদিন আগে আমরা দুজনেই নমুনা পরীক্ষা করিয়েছিলাম। দুজনেরই পজিটিভ এসেছে। আমার স্ত্রী গত ২৫ মে আক্রান্ত হয়েছিল। শুরুতে বাসায় ছিল।

Pop Ads

পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করাই। ওখানে কয়েকদিন থাকার পর ভালো হলে বাসায় নিয়ে আসি। বাসায় এনে চিকিৎসা চলছে। সে একটু বেশিই কষ্ট পেয়েছে।

মাঝে তার অবস্থা বেশি খারাপ ছিল। তবে আমার শারীরিক অবস্থা খারাপ হয়নি। তিনি জানান, চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন। প্রয়োজনীয় ওষুধের কোর্সও শেষ দিকে।

উল্লেখ্য, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে মো. আলী নূরের যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সালের ৩১ ডিসেম্বর। এর আগে তিনি সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here