হেফাজতের অর্থের যোগানদাতা হিসেবে ৩১৩ জন চিহ্নিত, মামুনুলের অ্যাকাউন্টেই ৬ কোটি !!

সুপ্রভাত বগুড়া ডেস্ক : ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের অর্থের যোগানদাতা হিসেবে ৩১৩ জনকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া মামুনুলের ব্যাংক একাউন্টে ৬ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) ডিএমপির হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান। তিনি বলেন, হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতে মামুনুল হক, জুনায়েদ আল হাবিবসহ কয়েক নেতার বৈঠক হয়। সেই বৈঠকে আল্লামা শফিকে সরিয়ে দিয়ে বাবুনগরীকে আমির করার পরিকল্পনা হয়।

Pop Ads

এর আগে গত ২৪ এপ্রিল গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, সারা দেশে কোন মাহফিলে কে ওয়াজ করবেন, সেটাও রাবেতাতুল ওয়ায়েজীন নামের একটি সংগঠনের মাধ্যমে হেফাজতে ইসলামের নেতাদের একটি অংশ নিয়ন্ত্রণ করতেন।

কোথাও কোনো ওয়াজ মাহফিল করতে হলে তাদের মাধ্যমে আসতে আয়োজকদের বাধ্য করা হয়। যুগ্ম কমিশনার জানায়, হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক ‘রাবেতাতুল ওয়ায়েজীন’র নেতৃত্বে ছিলেন। আগে রফিকুল ইসলাম মাদানী এই সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না, সম্প্রতি তাকে যুক্ত করা হয়েছে।