বাংলাদেশে ফেসবুকের সার্ভার ডাউন! ভোগান্তিতে ব্যবহারকারী

বাংলাদেশে ফেসবুকের সার্ভার ডাউন! ভোগান্তিতে ব্যবহারকারী

মেটার আওতাধীন ফেসবুকের সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। হঠাত করেই সাধারণ মানুষের আইডি লগ আউট হয়ে যায়।

মঙ্গলবার ৫ মার্চ বাংলাদেশ সময় আনুমানিক রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। প্রযুক্তি ওয়েবসাইড ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে।

Pop Ads

এদিকে ব্যবহারকারীরা জানান হঠাৎ করেই তাদের ফেসবুক অ্যাকাউন্ট লগআউট হয়ে যায়। পরে তারা লগইন করতে গিয়ে সমস্যায় পড়েন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডিটেক্টর এর গ্রাফে দেখা গেছে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ২ লাখ ১৫ হাজার ৫৮৮ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বাংলাদেশের ফসেবুক ব্যবহারকারীরা বলছেন, যারা ডেস্কটপ বা মোবাইলে লগইন করা ছিলেন, তারা স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যান। এরপর আবার ঢুকতে চাইলে বলা হয় পাসওয়ার্ড মিলছে না।

ইন্সটাগ্রামে ঢোকা গেলেও রিফ্রেশ করা যাচ্ছে না। স্টোরিজ আর কমেন্টও লোড হচ্ছে না। আর থ্রেডস পুরোপুরি অচল হয়ে আছে।

তবে মেটার আরেক সেবা হোয়াটসঅ্যাপ এখনও সচল আছে বলে ব্যবহারকারীরা জানিয়েছেন।

প্রযুক্তি সাময়িকী ভার্জ জানিয়েছে, সমস্যার কারণ জানতে তারা মেটার সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু কোনো মন্তব্য পায়নি।

তবে প্রতিদ্বন্দ্বী সোশাল মিডিয়া এক্স এর মালিক ইলন মাস্ক ঠিকই টিপ্পনি কেটেছেন। এক পোস্টে তিনি লিখেছেন, “আপনি এই পোস্ট পড়তে পারছেন এই কারণে যে আমাদের সার্ভার কাজ করছে।”