প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন আরও খারাপ হচ্ছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন আরও খারাপ হচ্ছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সুপ্রভাত বগুড়া (আন্তর্জাতিক): বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস বলেছেন, প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন আরও খারাপ হচ্ছে । গতকাল সোমবার জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার  প্রধান বলেন, যদিও ইউরোপের অবস্থার উন্নতি হচ্ছে, তবে বিশ্বের পরিস্থিতি খারাপ হচ্ছে।

এসময় তিনি মহামারির ছয় মাস পার হলেও এখনই কড়াকড়ি শিথিলের সময় আসেনি বলেও সতর্ক করেন। গত ডিসেম্বরে চীনের উহানে প্রথমবার শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। ইতোমধ্যেই ২১৫ টি দেশে ছড়িয়ে পড়েছে এ বৈশ্বিক মহামারি।

Pop Ads

আক্রান্ত হয়েছেন প্রায় ৭২ লাখেরও বেশি মানুষ, প্রাণ হারিয়েছেন চার লাখ সাড়ে আট হাজার মানুষ। শুরুতে করোনা মহামারির কেন্দ্রস্থল ছিল পূর্ব এশিয়া, পরে ইউরোপ, এখন ছড়িয়েছে আমেরিকায়। দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও দ্রুত বাড়ছে সংক্রমণ।

এসময় তিনি বলেন, গত ১০ দিনের নয়দিনই এক লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। গত রোববার শনাক্ত হয়েছে ১ লাখ ৩৬ হাজারেরও বেশি, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। গ্যাব্রিয়েসুস জানান, রোববার শনাক্ত রোগীদের ৭৫ শতাংশই পাওয়া গেছে মাত্র ১০টি দেশে।

এর মধ্যে আবার বেশিরভাগই লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশ। তিনি বলেন, যেসব দেশের পরিস্থিতির উন্নতি হয়েছে সেখানে এখন সবচেয়ে বড় হুমকি আত্মতুষ্টি। তার মতে, বিশ্বের বেশিরভাগ মানুষ এখনও করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

তিনি আরো  বলেন, মহামারি ছয় মাসেরও বেশি সময় গেছে। তবে কোনও দেশের জন্য এখনও প্যাডেল থেকে পা তুলে নেয়ার সময় আসেনি। যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যাকান্ডে সব বিক্ষোভকারীকে স্বাস্থ্য সুরক্ষা নীতি মেনে আন্দোলনে যাওয়ার আহ্বান জানান গ্যাব্রিয়েসুস ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here