অল্পের জন্য জিপিএ -৫ না পেয়ে আত্মহত্যা করেছে ১ ছাত্রী !

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): শরিয়াতপুরের গোসাইরহাট উপজেলার মোছাদিমা রহমান বর্ষা (২৭) নামে এক কিশোরী জিপিএ – ৫ না পেয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেছে। আজ রোবিবার ৩১ মে বেলা ১১টার দিকে উপজেলার গোসাইহাট ইউনিয়নের বটনা গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলার গোসাইহাট ইউনিয়নের বটনা গ্রামের আব্দুল মতিন সরকারের মেয়ে মোছাদিমা রহমান বর্ষা সে ইদিলপুর সরকারি প্রাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান
শিক্ষক এমদাদুল হক বলেন, বর্ষা লেখাপড়ায় বেশ ভালো ছিলো।

Pop Ads

বিজ্ঞান বিভাগ থেকে এস এস সি পরিক্ষা দিয়েছিলো। রোবিবার প্রকাশিত এস এস
সি ফলাফলে দেখা যায়, বর্ষা তিনটি বিষয়ে ৭৮ নাম্বর পায়।

আর সবগুলো বিষয়ে ৮০ উপরে নাম্বার পেয়েছে অল্পের জন্য জিপিএ -৫ পায়নি সে কারণে আত্নহত্যা করেছে।

গোসাইহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, বেলা পোনে ১১টার দিকে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না জরিয়ে আত্নহত্যা করেছে বর্ষা।

পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি বর্ষা এবারের এস এস সি পরিক্ষায় জিপিএ -৫
পায়নি একারণে সে আত্নহত্যা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here