আত্রাইয়ে নৌকা ২ সতন্ত্র ৬ চেয়ারম্যান প্রার্থী বিজয়ী

আত্রাইয়ে নৌকা ২ সতন্ত্র ৬ চেয়ারম্যান প্রার্থী বিজয়ী

এমরান মাহমুদ প্রত্যয়,নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে চতুর্থ ধাপে আট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত দুই জন,আওয়ামী বিদ্রোহী তিন জন,বিএনপি সমর্থিত দুই জন এবং জামাত সমর্থিত এক জন বিজয়ী হয়েছেন।

রবিবার (২৬ ডিসেম্বর) বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন শান্তিপূর্ণ নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে এক লাখ ৬০ হাজার ১২১ জন ভোটারের মধ্যে এক লাখ ২০ হাজার ৫৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটার উপস্থিতির হার ৭৫ দশমিক ২৯ শতাংশ।

Pop Ads

উপজেলা নির্বাচন অফিসার শাহ মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের দীর্ঘ লাইন।উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করছে সবাই।
আহসানগঞ্জ ইউনিয়নের আহসানউল্ল্যা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা লাইনে দাঁড়ানো উম্মে হাবিবা বলেন-আমি নতুন ভোটার এবারেই প্রথম ভোট দিতে এসেছি, টেলিভিশনের পর্দায় শুধু দেখেছি লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দেয়।

আজ নিজে ভোট দিতে এসে অনেক ভালো লাগছে।কোন রকম সহিংসতা ছাড়া ভোট দিতে পারছি। প্রথম ভোট তাই অনেক খুশি লাগছে। দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার মো.একরাম আলী বলেন,আজ দীর্ঘদিন পর আমরা ভোট দিতে পেরেছি। মনে সংশয় ছিল ভোট দিতে পারবো কি না।

ভোট কেন্দ্রের অবস্থা কেমন থাকবে, সুষ্ঠু নিরপেক্ষ ভোট হবেন কি না এমন নানা প্রশ্ন ছিল মনে?কিন্তু নির্বিঘ্নে ভোট দিতে পেরে অনেক ভালো লাগছে।আমি উপজেলা নির্বাচন অফিসার সহ সকল প্রশাসন কে ধন্যবাদ জানায় এমন নির্বাচন উপহার দেবার জন্য।

পাঁচুপুর ইউনিয়নেরর জয়সাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার প্রবীণ ব্যক্তি মুনসুর রহমান বলেন,দীর্ঘদিন পর এমন নির্বাচন সত্যি খুব ভালো। আমাদের ইউনিয়নে ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএমে ভোট হয়েছে।আঙুলের ছাপ দিয়ে এই প্রথম ভোট দিলাম।সরকারকে ধন্যবাদ জানায় এমন উদ্যোগকে।সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন সত্যিই প্রশংসার দানিদার।

নির্বাচিত চেয়ারম্যান হলেন -১নং সাহাগোলা ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী প্রার্থী এসএম মামুনুর রশিদ ঢোল প্রতীকে ৪১৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্দী বিএনপি প্রার্থী এসএম মোয়াজ্জেম হোসেন চাঁন্দু চশমা প্রতীকে পেয়েছেন ২২৯৭ ভোট ।

২নং ভোঁপাড়া ইউনিয়নে আ’লীগ প্রার্থী নাজিম উদ্দিন মন্ডল নৌকা প্রতীকে ৯১৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল আলম মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৪৫২১ ভোট ।

৩নং আহসানগঞ্জ ইউনিয়নে বিএনপি প্রার্থী শেখ মো. মঞ্জুরুল আলম আনারস প্রতীকে ৭৫৬২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্দী আ’লীগ প্রার্থী আক্কাছ আলী প্রামানিক নৌকা প্রতীকে পেয়েছেন ৬৮৬৭ ভোট ।

৪নং পাঁচুপুর ইউনিয়নে জামায়াত প্রার্থী খবিরুল ইসলাম চশমা প্রতীকে ৫৭৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্দী আ’লীগ প্রার্থী আফছার আলী প্রামানিক নৌকা প্রতীকে পেয়েছেন ৫৭৫৩ ভোট ।

৫নং বিশা ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী প্রার্থী তোফাজ্জল হোসেন খান ঘোড়া প্রতীকে ৭৯৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্দী আ’লীগ প্রার্থী আব্দুল মান্নান মোল্লা নৌকা প্রতীকে পেয়েছেন ৬৩১৮ ভোট।

৬নং মনিয়ারী ইউনিয়নে বিএনপি প্রার্থী সম্রাট হোসেন মোটর সাইকেল প্রতীকে ৬১৩১ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্দী আ’লীগ বিদ্রোহী প্রার্থী মাসুম রানা ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫৬০৭ ভোট ।

৭নং কালিকাপুর ইউনিয়নে আ’লীগ প্রার্থী নাজমুল হক নাদিম নৌকা প্রতীকে ৪৮৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্দী আ’লীগ বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিন মন্ডল মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৪৭৪২ ভোট ।

৮নং হাটকালুপাড়া ইউনিয়নে দলীয় প্রতীক ছারা নির্বাচন হয়। আ’লীগ বিদ্রোহী প্রার্থী পরে দলীয় সমর্থিত মো.আফজাল হোসেন মোটর সাইকেল প্রতীকে ৫৭১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্দী প্রার্থী এলতাছ উদ্দিন সরকার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৯১৫ ভোট ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো.আবুল কালম আজাদ বলেন, আমরা সবসময়েই চেষ্টা করি একটি সুষ্ঠ ভোট সম্পন্ন করার। এবারও আমাদের চেষ্টা ছিল। তাছাড়া প্রার্থীরা নির্বাচনী বিধি মোতাবেক কাজ করেছেন, প্রশাসন থেকেও জনগণকে আশ্বস্ত করা হয়েছিল। সার্বিক সমন্বয়ে জনগণ অনুপ্রাণিত হয়েছেন বলে সবাই ভোট কেন্দ্রে এসেছেন তাদের ভোটাধিকার প্রয়োগে।

নির্বাচন কর্মকর্তা আরো বলেন, আত্রাই উপজেলায় এই নির্বাচন একটি মডেল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, স্বজনপ্রীতি বা প্রভাবের কাছে আমরা নত হইনি। যে কারণে ভোটারদের কাঙ্ক্ষিত পরিবেশ উপহার দেওয়া সম্ভব হয়েছে।